
বইমেলায় বাগেরহাটের লেখক রাফিদের কাব্যগ্রন্থ "সুখের সন্ধানে"
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার:
অমর একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক শামস শাহরিয়ার রাফিদের প্রথম কাব্যগ্রন্থ "সুখের সন্ধানে"। ইতি প্রকাশন থেকে প্রকাশিত বইটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। বইটির প্রচ্ছদ করেছেন মশিউর রহমান।
"সুখের সন্ধানে" মূলত একটি কাব্যগ্রন্থ, যেখানে জীবনের গভীরতা, সুখের প্রকৃত সংজ্ঞা ও মানসিক দ্বন্দ্বের চিত্র তুলে ধরা হয়েছে। লেখকের কবিতাগুলোতে মানুষের আবেগ-অনুভূতির পরিবর্তনশীলতা, হতাশা, আনন্দ এবং জীবনের অনিশ্চয়তা তুলে ধরা হয়েছে।
বইয়ের প্রতিটি কবিতায় সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের মনস্তাত্ত্বিক অনুভূতি, প্রকৃতি ও সৃষ্টিকর্তার পরিকল্পনার কথা উঠে এসেছে। লেখকের মতে, প্রকৃতপক্ষে মানুষের জীবনের সবকিছু তার নিজের পরিকল্পনা মতো হয় না, তবে সৃষ্টিকর্তার পরিকল্পনাই চূড়ান্ত সফলতা এনে দেয়। তাই জীবনের যেকোনো পর্যায়ে সর্বোচ্চ চেষ্টা করার পর সবকিছু হাসিমুখে মেনে নেওয়াই শ্রেয়—এমনই এক গভীর দার্শনিকতা প্রকাশ পেয়েছে তার কবিতাগুলোতে।
বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার প্যাভিলিয়ন নম্বর ২২-এ ইতি প্রকাশনের স্টলে। প্রকাশের পর থেকেই কবিতাপ্রেমীদের মাঝে বইটি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে, যা লেখকের জন্য একটি বড় প্রাপ্তি বলে মনে করা হচ্ছে