
বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ
01/01/1970 12:00:00নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের পক্ষ থেকে এই ব্যাগ বিতরণ করা হয়। ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান।
যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায়, কোডেকের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান, যোনাল ম্যানেজার মোঃ মাহবুবুল আলমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এদিন প্রাথমিক পর্যায়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে এই স্কুল ব্যাগ বিতরণ করা হয়। বিনামূল্যে স্কুল ব্যাগ পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা।