কচুয়ায় গলায় ওরনা পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা
01/01/1970 12:00:00শুভংকর দাস বাচ্চু
কচুয়ায় রান্না ঘরে গলায় ওরনা পেচিয়ে এক গৃহবধুর আত্মহত্যা করেছে। নিহত গৃহবধুর নাম ফারিয়া মুসলিমা শেফা (২০) তার ৮মাস বয়সের একটি মেয়ে শিশু সন্তান রয়েছে।
উপজেলার বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠী গ্রামে রবিবার রাতে এঘটনা ঘটেছে। পারিবারিক কলহেরে জেরে এঘটনা ঘটেছে বলে প্রথমিক ভাবে ধারনা করছে এলাকাবাসী। নিহত গৃহবধু রঘুদত্তকাঠী গ্রামের ফেরদাউস শেখের স্ত্রী।
নিহতের স্বামী ফেরদাউস শেখ বলেন, দুই বছর তিন মাস পূর্বে তার বিবাহ শেফার সাথে তার বিবাহ হয়। তাদের ৮মাস বয়সের একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। ঘটনা দিন রাতে খাবার খেয়ে এক সাথে বিছানায় শুয়ে পড়ে এর মোবাইল ফোন দেখাকে কেন্দ্র করে দু‘জনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। এরপর শেফা বাথরুমে যাওয়ার কথা বলে বিছানা থেকে উঠে য়ায়। এসময় তাদের শিশু কন্যা ঘুম থেকে উঠে কাঁদছিল এবং প্রসাব করে ফেরদাউস পরিস্কার করে উঠে দেখ রুমের বাহির থেকে দরজা দেওয়া কোভাবে খুলে তাকিয়ে রান্না ঘরে দরজা খোলা দেখে লাইট জালিয়ে গলায় ওরনা পেচানো অবস্থায় শেফাকে ঝুলন্ত দেখে শেফা শেফা বলে চিৎকার করে শেফাকে জাগিয়ে ধরে।
কচুয়া থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে ফারিয়া মুসলিমা শেফার মৃত দেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহন করেছে।