Logo
table-post
কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন
01/01/1970 12:00:00

নিজস্ব প্রতিবেদক

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোপালপুর শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা আছাদুল ইসলাম পান্নার সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সসদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এ্যাড. মিজানুর রহমান, সৈয়দ নাসির আহমেদ মালেক,খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক সরদার জাহিদ, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, কচুয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান শহিদুজ্জামান মিল্টন, কবির হোসেন, বেদার্ উদ্দিন ডাকুয়া, বিএনপি নেতা হুমায়ুন কবির প্রমুখ।

সম্মেলনে প্রথমবারেরমত ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটির নেতা নির্বাচন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া সাধারণ সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় শহিদুল ইসলাম খোকন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

কর্মীদের ভোটে সভাপতি পদে আনোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি শেখ আাঃ গনি, যুগ্ন সাধারণ পদে সহিদুল শেখ, সাংগঠনিক সম্পাদক পদে শেখ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।

প্রথমবারের মত কর্মীদের ভোটের মাধ্যমে বিভিন্ন পদের নির্বাচন হওয়ায় খুশি নেতাকর্মীরা। এই প্রক্রিয়া দলের মধ্যে গনতন্ত্রের চর্চা বৃদ্ধি পাবে।  

@bagerhat24.com