
ভান্ডারিয়ায় ২দিন পর্যন্ত ব্যবসায়ী নিখোঁজ
01/01/1970 12:00:00ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী শুভ ইলেকট্রনিক্স ও বিকাশ কেয়ারের স্বত্বাধিকারী সিপন মৃধা (শুভ) (৪৫) শুক্রবার বিকেলে শেরে-ই- বাংলা সড়কে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চা পান করার জন্য বাহির হলে আরা ব্যবসা প্রতিষ্ঠানে ফিরে আসে নি।
তার পরিবার দিন রাত ভিন্নস্থানে খোজাখুজির পর না পেরে। তার স্ত্রী শিউলি মৃধা ভান্ডারিয়া থানায় স্বামী নিখোঁজের বিষয় একটি সাধারণ ডায়েরী করেন। এঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইন চার্জ অহম্মদ আনওয়ার বলেন পুলিশ বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে।