Logo
table-post
ভান্ডারিয়ায় প্রধান শিক্ষকের উপর হামলায় গুরুতর আহত
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আমিনুল হক উপর সন্ত্রাসী হামলায় গুরুতর আহত। আহত অবস্থায় তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা। উন্নত চিকিৎসার জন্য  বরিশাল  নেওয়া হয়েছে।  

আহত প্রধান শিক্ষকের মেয়ে ঐশি জানান দীর্ঘ দেড়বছর যাবৎ মেনেজিং কমিটির দ্বন্দে  রোশানালে পরে চাকুরি সাময়িক বরখাস্ত হন প্রধান শিক্ষক আমিনুল হক, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও আঃ সালাম মাওলানাসহ তিন শিক্ষক। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরে ও  আইনি লড়াই শেষে  এবছর  ১২ জানুয়ারী আদালত  তাকে  সাময়িক বরখাস্তসহ সকল বিষয় তার পক্ষে রায় প্রাদান করেন। উক্ত রায় পেলেও বিদ্যালয় যোগাদন করার জন্য আইনি সকল প্রক্রিয়া শেষে। 

রোববার বিদ্যালয় যোগদান করতে গেলে তাকে ওই ম্যানেজিং কমিটির  ভাড়াটিয়া  একদল সন্ত্রাসী দিয়ে তার  উপর হামলা চালায় যাতে বিদ্যালয় যোগদান করতে না পারে।  বিদ্যালয় যোগদান করতে না পারায় বিষয়টি  উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ জানানোর জন্য বিদ্যালয় ত্যাগ করেন। বিদ্যালয় ত্যাগকরার সময় বিদ্যালয় সন্নিকাটে মোল্লা বাড়ীর সমূখে পুনরায় হামলা করে। তাকে  বেদম প্রহর করলে গুরুতর আহত হয় উক্ত প্রধান শিক্ষক।  স্থানীয় ও  পুলিশের সহায়তায়  তাকে  উদ্ধার করে  ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ  অহম্মদ   আনওয়ার জানান খবর পাওয়া পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসায় হয়। তার পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

@bagerhat24.com