Logo
table-post
বিএনপিতে অনুপ্রবেশকারীরা ঘের দখল ও চাঁদাবাজী করছে - ডক্টর শেখ ফরিদুল ইসলাম
01/01/1970 12:00:00

মোংলা প্রতিনিধি

বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কতিপয় লোকজন বিএনপিতে অনুপ্রবেশ করে  মোংলার বিভিন্ন এলাকায় ঘের দখল ও চাঁদাবাজী করছে। এমন অরাজকতা কোনভাবেই কেউকে করতে দেয়া হবেনা উল্লেখ করে বিএনপি নেতা-কর্মীদের তা প্রতিহত ও নিজেদের সতর্ক থেকে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহবাণ জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

 

রবিবার দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

 এছাড়া তিনি সকাল থেকে বুড়িরডাঙ্গা, সুন্দরবন ও চিলা ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের পৃথক সমাবেশে যোগ দেন। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি নেতা আঃ মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি ও খানজাহান সরদার। 

@bagerhat24.com