
ফকিরহাটের লখপুরে জমাজমি সংক্রান্ত বিরোধে দিনমজুরকে মারপিট আইসিউতে ভর্তি
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মোঃ বিল্লাল শেখ (৪৮) নামের এক দিনমুজুর গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এঘটনায় মুত্যুর সাথে পাঞ্জা লড়া মোঃ বিল্লাল শেখ এর ভাই মোঃ হালিম শেখ রবিবার (৯ ফেব্রয়ারী) সকালে আসামীদের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের মরহুম মহার আলী শেখ এর পুত্র মোঃ বিল্লাল শেখ এর সাথে বসতবাড়ির জমাজমি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির মরহুম ইমান আলী’র পুত্র গহুর শেখ ও হান্নান শেখ এর সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের বিষয় নিয়ে মোঃ বিল্লাল শেখ বাগেরহাট বিজ্ঞ আদালতে ১টি মামলা দায়ের করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন ২১জানুয়ারী সকালে গহুর শেখ, হান্নান শেখ ও হাফিজুর রহমান সহ অজ্ঞাত ৭জনে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে মোঃ বিল্লাল শেখ এর উপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমুর্য অবস্থায় তাঁকে উর্দ্ধার করে খুমেকে ভর্তি করেন। সেখানে তিনি দীর্ঘ ২৩দিন আইসিউতে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এঘটনায় মোঃ বিল্লাল শেখ এর ভাই মোঃ হালিম শেখ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।