Logo
table-post
ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে  বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির ও কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে বাড়িতে বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়।

শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক মিন্টু রানী বাগচী, ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায়, মিতা গোমস্তা, মিলন কান্তি মোহন্ত, নুপুর রায় সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com