Logo
table-post
বাংলাদেশ জামায়াতে ইসলামীর  ফকিরহাট উপজেলা শাখার  কর্মী শিক্ষা শিবির
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাটের ফকিরহাট উপজেলা শাখার কর্মী শিক্ষা শিবির শনিবার (১ ফেব্রুয়ারি) ফকিরহাট কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাও: আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কন্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, খুলনা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাও: মশিউর রহমান খান।

এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির মাও: রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির এ্যড. মাও: শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা মহানগরের সাবেক আমির এ্যড মো. আনসার উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হুসাইন ও জেলা বাইতুলমাল সেক্রেটারি আবু বকর সিদ্দিক। কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাও: এ.বি.এম তৈয়াবুর রহমান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম।

আপ্যায়ন পরিচালনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কন্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি ও উপজেলা সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান। এসময় হাফেজ আব্দুস সামাদ হোসেন, অধ্যাপক ফরহাদ হুসাইন, মো. শাহ আলম, আ. রব, রবিউল ইসলাম, সুমন হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগি সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকসহ কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

@bagerhat24.com