
ফকিরহাটে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার সময় ফকিরহাট উপজেলার লখপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে একদল ডাকাত ডাকাতির জন্য পিকআপ ভ্যানসহ অবস্থান নেয়। গোপন সূত্রে এ তথ্য পেয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবির ডিউটিরত পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠান। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসময় পুলিশ তাদের পিছু নিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে তাদের পিকআপ ভ্যানটি তল্লাশী করে ডাকাতির কাজে ব্যবহৃত বার্মিজ চাকু, চাপাতি, হাইড্রোলিক কাটার, বড় ছুড়ি, সাবল ইত্যাদি জব্দ করেন।
অভিযানের নেতৃত্ব দেওয়া ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশিক রেজা জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য, তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ঘটনার সময় ডাকাত দলটি লখপুর এলাকায় ডাকাতির জন্য প্রস্তুত হচ্ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত পাঁচজন সহ অজ্ঞাত কয়েক জনকে আসামী করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১২। তাং-৩১/০১/২০২৫ইং।
গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, পিলজংগ গ্রামের ইউনুস আকনের ছেলে মো. এমদাদুল আকন (৩২), তিনি বর্তমানে খুলনার লবনচরায় বাসা ভাড়া করে থাকেন। এছাড়া বাগেরহাট সদর উপজেলার মৃত খোকন শেখের ছেলে রবিউল শেখ (২৮), খুলনার লবণচরা এলাকার বাবর আলী গাজীর ছেলে নাজমুল হোসেন বাপ্পী (২২), রূপসা উপজেলার রামনগর এলাকার ইসাহাক শেখের ছেলে শহীদুল শেখ (৪০) ও একই এলাকার আবু তালেব শেখের ছেলে মাসুদ শেখ (২৮)।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এস এম আলমগীর কবির বলেন, আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।