
কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় বাধাল বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে।
কচুয়া সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বৃহস্পতিবার দুপুরে বাধাল বাজার ও সাংদিয়া বাজারে সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সারের সরকারি মূল্যের চেয়ে অধিক দামে বিক্রি করায় দু’টি মামলায় ১০হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পণ্যের মূল্য বেশি রাখা ও মূল্য তালিকা না টানানোয় দু’টি মামলায়সহ ৫হাজার ৫শত টাকা জরিমানা সহ বাধাল হাটের মাছ বাজার তদারকি করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, উপজেলাতে সারের কোনো সংকট নেই। বাজার ঘুরে লাল সালুতে বড় ও দৃশ্যমান ভাবে সঠিক মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা সহ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।