
কচুয়ায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা
01/01/1970 12:00:00কচুয়া প্রতিনিধি
কচুয়ায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ৭জন ভবিষ্যৎ চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নাওশাদ ৭জন মেধাবী ভবিষ্যৎ চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.স.মোঃ মাহাবুবুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন, কলেজ ও স্কুলের শিক্ষার্থী।
কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ইউনিয়নের হতদরিদ্র ভ্যান চালক শেখ আসাদুজ্জামানের কন্যা আরিফা আক্তার (বরিশাল)। কচুয়া গ্রামের শিকদার রুস্তুম আলীর কন্যা শামসুর নাহার সাদিয়া(মাগুড়া)। টেংরাখালী গ্রামের শেখ কাওছার হামিদ এর কন্যা শারমিন আক্তার(পটুয়াখালী)। মসনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল দাসের কন্যা বর্ণালী দাস (কুষ্টিয়া)। বেতখালী গ্রামের শহিদুল ইসলাম মোক্তার এর কন্যা আসমা আক্তার (শহীদ সোহরাওয়াদী)। মঘীয়া গ্রামের দুলাল শেখের পুত্র মোঃ মেহেদি হাসান নয়ন(নওগা)। কামারগাতী গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র সানবিম বাধন নিরব(সুনামগঞ্জ) সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।