Logo
table-post
মোরেলগঞ্জ ৬ পরিবারকে হয়রানির অভিযোগ
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম

মোরেলগঞ্জে ৬টি পরিবারকে স্থানীয় একটি প্রভাবশালী মহল হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিবারগুলো হচ্ছে হোগলাবুনিয়া ইউনিয়নের চরহোগলাবুনিয়া গ্রামের আনিছুর রহমান বেপারী, বাদশা বেপারী, হেমায়েত হোসেন, মো. হায়দার মাতুব্বর, মো. বাবুল মাতুব্বর ও মো. আলাউদ্দিন মাতুব্বর। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবে ভূক্তভোগী ওই পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত অভিযোগে তারা বলেন, একই গ্রামের শত্রæপক্ষের লোকের সাথে আতাত করে একটি প্রভাবশালী মহল আনিসুর রহমান ও তার স্বজনদের জমিজমা ও বসতবাড়ি দখলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। যার অংশ হিসেবে তাদের জমি দখল ও পৈত্রিক সূত্রে দখলে থাকা ভিটেবাড়ী থেকে উচ্ছেদের জন্য একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করছে।

@bagerhat24.com