
চিতলমারীতে কমরেড শান্তিরঞ্জনের স্মরণসভা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৯ জানুয়ারী) কমরেড শান্তিরঞ্জন ঢালীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে স্থানীয় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কমরেড কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে সিপিবি চিতলমারী উপজেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড পংকজ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কন্ট্রোল কমিশনের সদস্য কাজী সোহরাব হোসেন, সিপিবির বাগেরহাট জেলা কমিটির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সংগঠক কমরেড ফররুখ হাসান জুয়েল, কমরেড জয়ন্ত মন্ডল, কমরেড শহিদুল ইসলাম রানা ও উদিচির সদস্য সূচিত্রা বিশ্বাস প্রমুখ।
এ সময় কমিউনিস্ট পার্টির নেতারা শান্তিরঞ্জনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।