Logo
table-post
ভাণ্ডারিয়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, গৃহকর্তা ও তার ছেলে গ্রেপ্তার
01/01/1970 12:00:00

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশারিবুনিয়া গ্রামে চোর সন্দেহে গ্রাম বাসীর হাতে নিহত সেলীম শাহ এর স্ত্রী শাহানুর বেগম সোমবার রাতে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামী করে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায়  জড়িত সন্দেহে  পুলিশ পশারিবুনিয়া গৃহকর্তা ( শিক্ষক) মো. শহিদুল ইসলাম ফিরোজ (৫৫) এবং তার ছেলে কলেজ ছাত্র মোহম্মাদ আলী মান্নাকে (২০) কে গ্রেপ্তার করেছে।


উল্লেখ্য, শনিবার রাত আড়াইটার দিকে পশারীবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের বসতঘরে সিঁদকেটে দুই চোর প্রবেশ করে, নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার সময় গৃহকর্তার ছেলে মোহম্মাদ আলী মান্না প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময়  সেলিম শাহ নামের একজন ধরা পড়ে এবং গণ পিটুনিতে রাত ৩টায় মারা যায় সেলিম শাহ।


ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আনওয়ার  জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।  মো. শহিদুল ইসলাম ফিরোজ (৫৫) এবং তার ছেলে কলেজ ছাত্র মোহম্মাদ আলী মান্নাকে (২০) কে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

@bagerhat24.com