ফকিরহাটে ১৫০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
আপডেট : ০৪:৫৩ পিএম, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | ১০৩

ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড মোড় থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ সিরাজ শিকারী (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট মডেল থানার এসআই অনুপ রায় ও এএসআই আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল কাটাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ব্যবসায়ী সিরাজ শিকারীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী সিরাজ নিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের নুর ইসলাম শিকারীর ছেলে।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম বলেন আটক হওয়া ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।