সুন্দরবন থেকে আসা অজগর সাপ উদ্ধার

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৫:০৭ পিএম, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ | ৫৬৭

মোংলায় সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে আসা বসত বাড়ির খোপ থেকে অজগর সাপ উদ্ধার করা হয়ছে। মঙ্গলবার সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা বিধান হালদার এর বাড়ির খোপে অজগর সাপটিকে দেখা যায়।
অজগর সাপটি মেরে ফেলেছে ওই বসত বাড়ির খোপে থাকা ৫টি হাঁস । হাস মুরগীর খোপে সাপটিকে বাড়ির লোকজন দেখতে পেলে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে থাকা কাটাখালী টহল ফাঁড়ির ও ওয়াইল্ডটিম ও ভিটিআরটি কে খবর দিলে এসে তারা অজগর সাপটিকে উদ্ধার করে।
পরবর্তীততে অজগর সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করেন বলে জানান ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার,
বনবিভাগের কাটাখালী ফাঁড়ির ওসি মেগনাথ বলেন"ওয়াইল্ডটিম আমাদের কাছে হস্তান্তর করলে রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় আমরা যৌথভাবে সুন্দরবনে অবমুক্ত করি সাপটিকে। তিনি আরো বলেন, সাপটির ওজন ৬ কেজি এবং লম্বায় প্রায় ৮ ফুট ৫ হাতের মত।
এ সময় উপস্থিত ছিলেন,কাটাখালী টহল ফরেস্ট ওসি সহ ওয়াইল্ডটিম প্রতিনিধি মোঃ সোহেল হাওলাদার, মোঃ আলামিন মোছাল্লি, ভিটিআরটি প্রতিনিধি ছোরাফ হাওলাদার, সিপিপি সদস্য মোঃ মারুফ বাবু সহ অনেকে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত