ইউএনও’র জন্য বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্তি পেল ১ছাত্রী

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:১৪ পিএম, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | ৬১৬

বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ের অভিশাপ থেকে এক মাদ্রাসা ছাত্রী মুক্তি পেয়েছে। সোমবার দুপুর ১ টায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার বিয়ে বন্ধ করা হয়। এ সময় বাল্য বিয়ের আয়োজন করার দায়ে ওই ছাত্রীর পিতার কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম বাগেরহাট২৪কে জানান, সোমবার দুপুরে তিনি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কচুরিয়া গ্রামে অভিযান চালান।

এ সময় ওই গ্রামের মোস্তফার মেয়ে ও ৭ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর বিয়ে বন্ধ করেন। বাল্য বিয়ের আয়োজন করার দায়ে মেয়ের পিতার কাছ থেকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত