মোংলায় স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কচ্ছপ উদ্ধার

মোংলা প্রতিনিধি

আপডেট : ১১:৪৭ পিএম, সোমবার, ২১ জানুয়ারী ২০১৯ | ৭৪৯

মোংলায় খালে মাছ ধরার সময় স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। পরে এটিকে হস্তান্তর করা হয়েছে সুন্দরবনের বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের কর্তৃপক্ষের নিকট। চিকিৎসা দিচ্ছেন পূর্ব সুন্দরবন কচ্ছপ প্রজনন কেন্দ্রের বন্যপ্রানী বিশেষঙ্গ আবদুর রব।

এ কর্মকর্তা বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সোমবার সকালে উপজেলার মিঠাখালী ইউনিয়নের সোনাখালী খালে মাছ ধরার সময় জেলে আবুল হোসেনের জালে ধরা পরে পিঠে স্যাটেলাইট বসানো কচ্চপটি। পরে ওই জেলে স্থানীয় মিঠাখালী বাজারে বিক্রি করতে নিয়ে আসে কচ্চপটি। লোক মারফত খবর পেয়ে ছুটে যায় বন্যপ্রানী বিশেষঙ্গ আবদুর রব। সেখান থেকে এটি উদ্ধার করে সুন্দরবনের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় কচ্ছপটি। সুস্থকরে তুলতে দেয়া হচ্ছে উন্নতমানের চিকিৎসা। গত ২০১৭ সালের ২ অক্টোবর স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো বিলুপ্তি প্রায় এ প্রজাতির ৫টি বাটাগুর কচ্ছপ সুন্দরবনের কালিরচরের সমুদ্র মোহনায় ছাড়া হয়েছিল। পরে সুন্দরবনের নিলকমল ও তালতলী এলাকায় দুটি কচ্ছপ আগেই মারা গেছে। বাকি ৩টির মধ্যে সোমবার উদ্ধার হওয়া তচ্ছপটি শারিরিক সুস্থতা ফিরে পেলে কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক আবারো ছাড়া হবে সমুদ্র মোহনায় এমনটি জানিয়েছে এ প্রানী বিশেষঙ্গ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত