ছিন্নভিন্ন বিদ্যুৎ সংযোগ ও ডিস লাইন ॥ সাংবাদিক ও শিক্ষার্থীসহ অর্ধশত গুরুত্বর আহত

চিতলমারীতে প্রবল ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ী ও গাছপালা লন্ডভন্ড

চিতলমারী সংবাদদাতা

আপডেট : ০৪:৫২ পিএম, শনিবার, ১২ মে ২০১৮ | ৩৬০২

চিতলমারীতে শুক্রবার বিকেলের প্রবল ঘূর্ণিঝড়ে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়, ৫৩নং গরীবপুর চরবানিয়ারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠান, বসতবাড়ী ও গাছপালা লন্ডভন্ড হয়েছে। ২৫টি বৈদুতিক খুটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে ডিস লাইন ও বৈদ্যুতিক তার। এ সময় সাংবাদিক ও স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। আহতদের বিভিন্ন প্রাইভেট কিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থরা জানান, ২৫ মিনিটের এ ঘূর্ণি ঝড়ে এ উপজেলার ৭টি ইউনিয়নের কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।


এ ব্যাপারে শনিবার বিকেলে চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ক্ষয়- ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত তার কাছে কোন তথ্য আসেনি। কারন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাকে কোন ক্ষতির পরিমান জানাননি।

চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, ঝড়ের পরে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়সহ ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত