জরিমানা ও সিলগালা

ফকিরহাটে আইসক্রীম তৈরির কারখানায় অভিযান 

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০১:২৩ এএম, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ | ৩৩১

ফকিরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খুলনা র‌্যাব-৬ এর যৌথ অভিযানে নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। সোমবার (১৯ জুন ) দুপুরে উপজেলার শ্যামবাগাত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন বিএসটিআই এর অনুমোদন না থাকায় নিউ ভিভো আইসক্রিম তৈরির কারখানাকে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অনুমোদনহীন আইসক্রীম সহ আইসক্রীম তৈরির মালামাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়। এসময় প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে বলেও তিনি জানান। অভিযোনে র‌্যাব-৬ এর সদর কোম্পানির স্কট কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেলের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি আভিধানিক দল উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত