মোরেলগঞ্জে লকডাউনের পঞ্চম দিনে সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ

আপডেট : ০৯:৩১ পিএম, সোমবার, ৫ জুলাই ২০২১ | ৫৯৯

মোরেলগঞ্জে করোনা ভ্ইারাসের সংক্রমন রোধে সোমবার সেনাবাহিনীর ব্যাপক তৎপরতায় সরকার ঘোষিত পঞ্চম দিনে কঠোর লকডাউন পরিচালিত হয়েছে।


পৌর বাজার সহ বিভিন্ন বাজার বিশেষ করে দুপুরের পর রাস্তা-ঘাট ছিল ফাঁকা। জীবন রক্ষাকারী ঔষধের দোকান ছাড়া মুদি দোকান , নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজার স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকলেও দুপুরের পর তাও বন্ধ করে দেয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিকাইল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী একটি টিম পৌর বাজার সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। একজনকে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিকাইল ইসলাম বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, কঠোর লকডাউনে জনসাধারণের মধ্যে ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হয়েছে । ব্যবসায়ী ও জনসাধারণ মুখে মাস্ক রয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে।


অপরদিকে পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছেন। পৌরসভার পক্ষ থেকে লকডাউন কার্যকর করতে ও কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য মাইকিং করা হচ্ছে । বাজারে বাজারে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত