মোরেলগঞ্জে ধর্ষন ও নারী নির্যাতন প্রতিরোধে পুলিশিং সমাবেশ
আপডেট : ০৬:২০ পিএম, শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ৩৮৮

ধর্ষন, নারী ও শিশু নির্যাতন,মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে শনিবার বাগেরহাটের মোরেলগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এইচএম মাহামুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিট পুলিশিংয়ের এসআই কাজল ঘোষ, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, বিবি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন,ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন, যুবলীগ সভাপতি মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ নেত্রী জাহানারা খুকি, মিলন শেখ , মেম্বর আব্দুল লতিফ কাজী, মো. নূরুজ্জামান প্রমুখ।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যা, ঈমাম , শিক্ষক-শিক্ষিকা , স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সুধিজন অংশগ্রহন করে। একইদিনে উপজেলা ১৬ ইউনিয়ন ও ১ পৌরসভা সহ ১৯ টি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।