চিতলমারীতে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:১০ পিএম, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০ | ৫৪৫

‘মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন।’-এই শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্বরে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চিতলমারী উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও বাগেরহাট সামাজিক বন বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায় ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত