বাগেরহাটে কমিউনিস্ট পার্টির মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:১৯ পিএম, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭ | ১২৬৬

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১শ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাগেরহাট জেলা শাখার উদ্যোগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি বাগেরহাটের উদ্যোগে শহরে লাল পতাকা নিয়ে মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে এদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হয়। অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি বাগেরহাট এর আহবায়ক অধ্যাপক চৌধুরী আব্দুর রব এর সভাপতিত্বে সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কমরেড মঞ্জুরুল আহসান খান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওয়ারকার্স পার্টির সাধারন সম্পাদক তুষার কান্তি দাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা শাখার সাধারন সম্পাদক ডাকুয়া মুনসুর আলী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ্যাড. তুষার কান্তি বসু, বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি যুগ্ম আহবায়ক শেখ নজরুল ইসলাম, মোঃ আকরাম হোসেন, বিপ্লব শতবর্ষ উদযাপন জাতীয় কমিটি সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, জেলা কমিউনিস্ট পার্টির সদস্য জাহিদুল ইসলাম জাদু প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত