বাগেরহাটে নির্বাচনী প্যানা-পোস্টার অপসারণ

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:৫০ পিএম, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | ১০২৭

বাগেরহাটে নির্বাচনী প্যানা-পোস্টার অপসারণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে ৫টি টিম মঙ্গলবার বিকেলে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় পোস্টার অপসারণে অভিযান চালায়। এছাড়াও বাগেরহাট পৌর এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমাদ্রী খীসা, ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় পৌরসভার প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম মিঠুসহ পৌরসভার একটি অপসারণ টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমাদ্রী খীসা বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, তফসিল ঘোষনার পর থেকে স্থানীয় পৌরসভা ও ইউনিয়ন পরিষদের লোকজন নির্বাচনী প্যানা-পোস্টার অপসারন করছে। তারপরও কিছু পোস্টার রয়েছিল, সেগুলো পৌরসভার কর্মকর্তাদের সহযোগিতায় অপসারণ করা হয়েছে। আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুরো জেলাকে নির্বাচনী প্যানা ও পোস্টারমুক্ত রাখছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত