বাগেরহাটে জলবায়ু উদ্বাস্তদের জন্য

অধিকার ভিত্তিক সুরক্ষায় নীতিমালা ও অর্থায়ন বিষয়ে সেমিনার

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৪:১৬ পিএম, রোববার, ১১ নভেম্বর ২০১৮ | ১১৩৮

বাগেরহাটে জাতীয় অভিযোজন এবং জলবায়ু উদ্বাস্তদের জন্য অধিকার ভিত্তিক সুরক্ষায় প্রয়োজন জাতীয় নীতিমালা প্রনয়ন ও অর্থায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বেসরকারী উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের আয়োজনে শহরের একটি অভিজাত হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের সহকারী কমিশনার ( দূর্যোগ ব্যবস্থাপনা) হিমাদ্রী মনা খীসা।


প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সীতা রানী দেবনাথ, প্রেসকাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, নারী নেত্রী রিজিয়া বেগম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদ,সিজেআরএফপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সালেহঅন সরফরাজ প্রমুখ।


বক্তারা, জলবায়ু উদ্বাস্তদের জন্য অধিকার ভিত্তিক সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত