‘বেগম জিয়ার মুক্তি ছাড়া নির্বাচন হতে পারেনা’- বিএনপি নেতা শিপন

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৬:০৮ পিএম, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | ৮৪৪

‘জাতীয় নির্বাচনের তফসীল ঘোষনার আগেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। দেশনেত্রীর মুক্তি ছাড়া কোন নির্বাচন হতে পারেনা’। শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী গণসংযোগে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি কাজী খায়রুজ্জামান শিপন এসব কথা বলেন। তিনি বণগ্রাম, হোগলাপাশা ও দৈবজ্ঞহাটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগের এক পর্যায়ে বনগা বাজারে পথসভায় কাজী শিপন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে। অনেকে নির্যাতিত হচ্ছে। এসব অত্যাচার জুলুম মেনে নিয়ে সকলে রাজপথে থাকবেন। সাধারণ মানুষের ভোটাধিকার একদিন আদায় হবেই।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খান কেরামত আলী, সহ-সভাপতি আব্দুল জব্বার মোল্লা, সাংগঠনিক সম্পাদক খ.ম বদিউজ্জামান, কৃষকদল সভাপতি মশিউর রহমান শফিক, শরণখোলা বিএনপির সভাপতি কামাল হোসেন তালুকদার, গোলাম রসুল ইউসুব এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত