যুক্তরাষ্ট্রে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী  ডেমোক্রেটিক পার্টি  গভর্নর প্রার্থী হলেন 

 তৈয়বুর রহমান টনি নিউ ইর্য়ক থেকে 

আপডেট : ০৩:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৯১৮

জর্জিয়ার ডেমোক্রেটিক পার্টি গভর্নর পদের জন্য এই প্রথম একজন কৃষ্ণাঙ্গ নারীকে মনোনয়ন দিয়েছে।তাঁর নাম স্টেসি আব্রাহাম। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ রকম ঘটনা এই প্রথম সাবেক রাজ্য প্রতিনিধি পরিষদের সদস্য স্টেসি আব্রাহাম উদারপন্থী হিসেবে পরিচিত। এর মাধ্যমে রাজ্যটির প্রথাগত কট্টরপন্থী রাজনীতি কেমন বদলে যাচ্ছে, সেটারই একটা পরীক্ষা হয়ে যাবে।

আরেকজন সাবেক রাজ্য প্রতিনিধি স্টেসি ইভানসকে হটিয়ে স্টেসি আব্রাহাম জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মনোনয়ন পান। জর্জিয়ার পুনর্গঠনের পর থেকে সেখানে কোনো আফ্রো-আমেরিকান গভর্নর ক্ষমতায় ছিলেন না।সেখানকার ভোটাররা একজন আফ্রো-আমেরিকান নারীকে নির্বাচিত করবেন কি না, সেটাই এখন জাতীয় পর্যায়ের তীব্র আগ্রহের ব্যাপার।

স্টেসি আব্রাহামকে হয় লেফটেন্যান্ট গভর্নর ক্যাসি কেগেল অথবা সেক্রেটারি অব স্টেট ব্রায়ান কেম্পের বিরুদ্ধে লড়তে হবে। এঁরা উভয়ই রিপাবলিকান পার্টির মনোনয়নের জন্য লড়ছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত