মোংলা থানা পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক
আপডেট : ০২:২৫ এএম, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ | ১৩৩

মোংলা থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নেশাদ্রব্য গাঁজা ও ইয়াবা উদ্বার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হল মোংলা পৌর শহরের পশ্চিম শেহলাবুনিয়ার শ্রম কল্যান রোড বালুরমাঠ এলাকার আঃ হাই (হাকিম) এর ছেলে মোঃ সাব্বির গাজী রবিউল (২৭), সিগনাল টাওয়ার এলাকার আফজাল মাতুব্বরের ছেলে মোঃ রমজান মাতুব্বর (বাবু) (২২) ও একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (২১)।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুুদ্দীন জানান, পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয় সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান থানার এ কর্মকর্তা ।