রামপালে মাদক কারবারীসহ আটক- ২

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৬:৩০ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৮০

রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে আ. হাকিম (৩৫) নামের এক পেশাধারী মাদক কারবারীসহ দুই জনকে আটক করেছে। এ ঘটনায় ওই কারবারীর বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের রবিবার বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। গাঁজাসহ আটক আ. হাকিম উপজেলার বড় নবাবপুর গ্রামের মৃত দিদার মোল্লার পুত্র।
রামপাল থানা পুলিশের এসআই শেখ আসগর আলী শনিবার রাত পৌনে ১০ টায় সোনাতুনিয়া গ্রামের জামাল বয়াতির দোকানের সামনে অভিযান চালিয়ে হাকিমকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
আপর দিকে শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০ টায় উপজেলার ঝনঝনিয়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মো. ফয়সাল আলী (৫৩) কে গ্রেফতার করা হয়। সে জিআর ১১৮/২৩ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
আটককৃতদের রবিবার (১৭ সেপ্টেম্বর) বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত