বাবা হারালেন ক্রিকেটার রুবেল হোসেন
আপডেট : ১২:০২ পিএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৮৯

বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেস বোলার ক্রিকেটার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান (৭৫) মারা গেছেন। ( ইন্নালিল্লাহে ---- রাজিউন )। আজ (রবিবার) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট শহরের পূর্ব বাসাবাটি এলাকায় নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত অসুস্থ্যতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ক্রিকেটার রুবেল হোসেনসহ তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মরহুমের পরিবারিক সূত্রে জানাগেছে, আজ (রবিবার) বাদ আছর বাগেরহাট শহরের বাসাবাটি-দড়াটানা পৌরপার্কে নামাজে জানাজা শেষে সরুই সরকারী কবরস্থানে তাকে দাফন করা হবে।