কচুয়ায় কথিত গাঁজাসহ একজন আটক

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১১:৫৬ এএম, রোববার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬৭

প্রতিকী ছবি

কচুয়ায় কথিত গাঁজাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর গোপালপুর গ্রামস্থ গোপালপুর ইউনিয়ন পরিষদের সামনে কচুয়া-বাধাল সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। এসময়ে তার কাছ থেকে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক দ্বীপ হাওলাদার (২৪) বাগেরহাট সদর উপজেলার বাসাবাটি এলাকার দিলীপ হাওলাদারের ছেলে।


কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন,আটক দ্বীপ হাওলাদার (২৪) একজন মাদক কারবারী,তার কাছ থেকে ৫৫ (পঞ্চান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারার অপরাধ করায় কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। থানা এলাকা মাদক মুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান থানা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত