মোরেলগঞ্জে প্রকাশ্যে আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা 

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ

আপডেট : ০১:৪০ পিএম, শনিবার, ২৬ আগস্ট ২০২৩ | ১৮২

প্রতিকী ছবি
মোরেলগঞ্জে শিবু রায়(৪৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বেলা ৮ টার দিকে হোগলাপাশা ইউনিয়ন পরিষদের কাছে বৌলপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত শিবু রায়কে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বেলা ২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রেফার্ড করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কিছমত বৌলপুর গ্রামেন নিরঞ্জন বিহারী রায়ের ছেলে শিবু রায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ঘোড়া প্রতীকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভক্তির জের ধরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। হামলাকারিদের আটকের জন্য অভিযান চলছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত