ইউএনও খন্দকার রবিউল ইসলামকে প্রেসক্লাব মোল্লাহাটের সম্মাননা প্রদান
আপডেট : ১১:৫৮ পিএম, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | ১০৩

মোল্লাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে প্রেসক্লাব মোল্লাহাট কর্তৃক বিদায় সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা হতে পদোন্নতিজনিত বদলী হওয়ায় বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ সম্মাননা প্রদান করেন প্রেসক্লাব মোল্লাহাটের নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কার্যক্রম ও সফলতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। মেধাবী ও সুশিক্ষিত ভবিষ্যতে জাতি গঠনে তার বিশেষ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, মোস্তফা মীর ও সৌরভ কুমার মধু প্রমূখ।