শরণখোলায় আওয়ামী লীগের কর্মীসভা 

মশিউর রহমান মাসুম

আপডেট : ০১:১০ এএম, বুধবার, ১২ জুলাই ২০২৩ | ৩৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলা ৫টার দিকে রাজাপুর বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মিসভায় প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সভায় সভাপতিত্ব করেন ধানসাগর ইউনিয়ন চেয়ারম্যান ময়নুল হোসেন টিপু। বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক মাহফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান রিপন তালুকদার, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান অধ্যক্ষ আব্দুল হাই খান, ও পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের।
সভায় বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাককর আহ্বান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত