কচুয়া থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে  পুরস্কৃত  করলেন এসপি

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৭:১১ পিএম, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ৮৬৯

বাগেরহাট জেলার ৯টি থানার মধ্য থেকে পুলিশি কার্যক্রমে এগিয়ে থাকায় কচুয়া থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে পুরষ্কৃত করলেন পুলিশ সুপার কে. এম. আরিফুল হক, পিপিএম। কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম এ পুরস্কার গ্রহন করেন। গত শনিবার (১২/০৩/২০২২) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


এ অপরাধ পর্যালোচনা সভায় বাগেরহাট জেলা পুলিশ সুপার কে. এম. আরিফুল হক, পিপিএম সকল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এসময়ে পর্যালোচিত মাসে চৌকস অফিসারদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।


এ সভায় অতিঃ পুলিশ সুপার (সদর) মোঃ রাসেলুর রহমান, অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, অতিঃ পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) সোনিয়া পারভীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত