কচুয়ায় গাঁজাসহ নারী আটক

কচুয়া প্রতিনিধি

আপডেট : ১১:৫৭ পিএম, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২ | ১১৪৬

bagerhat24.com

কচুয়ায় গাঁজাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার যশোরদী এলাকার নিজ বাড়ী থেকে তাকে আটক করে। এসময়ে তার কাছথেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক সেলিনা বেগম (২৭) উপজেলার যশোরদী গ্রামের মোঃ ফেরদাউস খান এর স্ত্রী। আটক ওই নারীকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যশোরদী গ্রাম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ সেলিনা বেগম নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত