ফুটপাত দখলমুক্ত করতে

কচুয়ায় উপজেলা প্রশাসনের অভিযান শুরু

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০২:০২ এএম, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ | ৫৫৯

bagerhat24.com

কচুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের কচুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল। এসময়ে বেশ কয়েকজন ব্যাবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করেন।

কচুয়া সদরের বাজারটির ফুটপাত ও ড্রেন দখল করে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এতে পথচারী চলাচল ও সড়কে যানজট লেগেই থাকছে। এ অবৈধ দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষথেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

এসময়ে উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, থানা অফিনার ইনচার্জ মো.মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল সহ আইনশৃংখলঅ রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন উপজেলা সদরের সাধারন মানুষ। তারা এই অভিযান অব্যাহত রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত